মতলবের শীর্ষ নৌ-ডাকাত বাবলা বন্দুকযুদ্ধে নিহত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৯:৪৬ পিএম
![মতলবের শীর্ষ নৌ-ডাকাত বাবলা বন্দুকযুদ্ধে নিহত](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/22/Crossfire-3-6717c8b96a0da.jpg)
চাঁদপুর-মুন্সীগঞ্জ জেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষে মতলবের কুখ্যাত নৌ-ডাকাত বাবলা বাহিনীর প্রধান বাবলা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার সকাল ৯টায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মল্লিকেরচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে দুই নৌ-ডাকাত গ্রুপের সংঘর্ষের ঘটনায় বাবলা খালাসী (৩৮) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের বাচ্চু খালাসীর ছেলে বাবলা খালাসী।
জানা যায়, বাবলা বাহিনীর প্রধান বাবলার বিরুদ্ধে মতলব উত্তর, দাউদকান্দি, গজারিয়া, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা, ডাকাতি ও নদীতে অবৈধ বালু উত্তোলনসহ ৪২টি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর ও মুন্সীগঞ্জ জেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে বাবলা বাহিনী প্রধান বাবলা দীর্ঘদিন রীতিমতো অবৈধ বালু উত্তোলন করে আসছেন। এলাকাবাসী বালু উত্তোলনের প্রতিবাদ করায় অনেকেই গুলিবিদ্ধসহ তার বাহিনীর হামলার শিকার হতো।
এছাড়াও চাঁদপুর ও মুন্সীগঞ্জ জেলার অন্তর্ভুক্ত পদ্মা-মেঘনা নদীতে চলাচলরত বালুবাহী বাল্কহেড, তেলবাহী জাহাজ, যাত্রীবাহী লঞ্চ, স্টিমার ও নদীতে মাছ ধরার জেলেদের ট্রলারে হামলা চালিয়ে ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ সবকিছুই করত বাবলা বাহিনী।
এদিকে কুখ্যাত নৌ-ডাকাত বাবলার মৃত্যুর সংবাদ পেয়ে চাঁদপুরের মতলব উত্তর ও মুন্সীগঞ্জ সদর, গজারিয়া উপজেলার মেঘনাপারের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী উল্লাস এবং মিষ্টি বিতরণ করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, বাবলার গুলিবিদ্ধ লাশ ইমামপুর ইউনিয়নের মল্লিকেরচর গ্রামসংলগ্ন মেঘনা নদী এলাকায় পাওয়া যায়।