জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন পশ্চিম পাশে এক ব্যবসায়ীর হোটেল দখলের অভিযোগ উঠেছে ওই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদের বিরুদ্ধে। সেখানে বিএনপির অফিস করা হয়েছে।
এ বিষয়ে ইতোমধ্যে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে পৃথক দুটি লিখিত আবেদনও করেছেন ওই ব্যবসায়ী।
সরেজমিন এবং লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দুই যুগেরও বেশি সময় ধরে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন পশ্চিম পাশে হোটেল ব্যবসা করে আসছেন রেজাউল করিম তালুকদার নাজু। ১৬ সেপ্টেম্বর রেজাউল করিম তালুকদার নাজুসহ কয়েকজন ওই হোটেলে প্রবেশ করে মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে তারা ওই দোকানটিকে বিএনপির দলীয় কার্যালয়ে রূপ দেন। তারপর দোকানের সামনে টাঙিয়ে দেন দলীয় সাইনবোর্ড।
এ বিষয়ে ভুক্তভোগী হোটেল ব্যবসায়ী রেজাউল করিম তালুকদার নাজু বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে আমি মানসিকভাবে ভেঙে পড়ি। কারণ ওই দোকানের উপার্জনে আমার সংসার চলে। আমি এ বিষয়ে ইউএনও এবং ওসি বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।
হোটেল ঘর দখলের বিষয় স্বীকার করে মাত্রাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, বিএনপির সরকারের শাসন আমলে ওই দোকানের স্থানে বিএনপির দলীয় কার্যালয় ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে আমাদের কার্যালয়টি ভেঙে দেয়। তারপর সেখানে নতুনভাবে ঘর নির্মাণ করে রেজাউল করিম তালুকদার নাজুকে।
কালাই থানার ওসি জাহিদ হোসেন লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার বলেন, এ ঘটনাটি আমি কালাই থানায় যোগদানের আগের। তারপরও বিষয়টি আমলে নিয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান বলেন, গত ২০ অক্টোবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।