Logo
Logo
×

সারাদেশ

সাভারে লুণ্ঠিত গুলি, জালনোট ও হেরোইন উদ্ধার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৪, ০৩:০৮ এএম

সাভারে লুণ্ঠিত গুলি, জালনোট ও হেরোইন উদ্ধার

সাভারে পৃথক অভিযানে ১৭ রাউন্ড গুলি, জালনোট ও হেরোইন উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। 

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় লুণ্ঠিত ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে সাভার থানা পুলিশ। এর মধ্যে সাত রাউন্ড চায়না রাইফেলের গুলি, ৯ রাউন্ড শর্টগানের গুলি এবং এক রাউন্ড গ্যাসগানের গুলি উদ্ধার করা হয়। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জুয়েল মিঞা যুগান্তরকে জানান, সোমবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল সাভার থানাধীন দক্ষিন পাড়া এলাকায় চেয়ারম্যানের সেরেস্তা অফিসের পিছনের আঙ্গিনায় পরিত্যক্ত অবস্থায় আবর্জনার স্তুপে খোলা অবস্থায় নিম্ন বর্ণিত গুলিগুলো উদ্ধার করে।  তবে এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। 

এর আগে রোববার দিনগত রাতে সাভারের বিরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ টাকার ৫৭টি জাল নোটসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ।  গ্রেফতারকৃত হলেন, মোঃ আবু সায়েম (৫৫), ও মোঃ সাইদ শেখ (১৯)। 

অপর এক অভিযানে সাভারের সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে এক হেরোইন বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।  তার নাম বিল্লাল হোসেন (২৭)।  গ্রেফতারকৃত ব্যক্তির কাছ থেকে ৫.৫৫ গ্রাম মাদক হেরোইন উদ্ধার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম