অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টা, আনসার বিদ্রোহের নেতা আটক
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১০:৩৬ পিএম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পলাতক আনসার সদস্য মহিত মণ্ডলকে আটক করেছে বিজিবি। মহিত মণ্ডল সচিবালয়ের সামনে আনসার বিদ্রোহে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রোববার রাতে উপজেলার রুলি মমিনতলা থেকে তাকে আটক করা হয়।
এছাড়াও অবৈধপথে ভারতে যাওয়ার সময় শ্যামকুড়, খোষালপুর, লড়াইঘাট ও কুসুমপুর সীমান্তে আরও ১১ জনকে আটক করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক আনসার সদস্য মহিত মণ্ডলকে আটক করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকায় কোনো উপায়ান্তর না পেয়ে তিনি ভারতে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। এছাড়াও অবৈধপথে ভারতে যাওয়ার সময় আরও ১১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ৪ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। আটককৃতদের বাড়ি ঝিনাইদহ, বাগেরহাট, গোপালগঞ্জ, লালমনিরহাট জেলার বিভিন্নস্থানে। আটককৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।