Logo
Logo
×

সারাদেশ

সালথায় হত্যাকে পুঁজি করে লুটপাট-চাঁদাবাজি, গ্রেফতার ৫

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পিএম

সালথায় হত্যাকে পুঁজি করে লুটপাট-চাঁদাবাজি, গ্রেফতার ৫

ফরিদপুরের সালথায় এক তরুণীকে উত্ত্যক্তের জেরে বখাটেদের চাকুর আঘাতে খুন হন কাসেম বেপারী (২৮) নামে এক যুবক। এ হত্যাকে পুঁজি করে নিরীহ মানুষকে হত্যা মামলায় আসামি করার ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। 

এ ঘটনায় রোববার দিবাগত গভীর রাতে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বারগট্টি ও আশপাশের এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাঁচজনকে চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়। 

গ্রেফতারের পর তাদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। সালথা থানার ওসি আতাউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেফতার হওয়া পাঁচ ব্যক্তি হলেন- পাটপাশা বালিয়া গ্রামের মৃত মমিন মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর, আড়ুয়াকান্দি গ্রামের মৃত হাসেম মাতুব্বরের ছেলে নুরুদ্দীন মাতুব্বর ওরফে নুরু মেম্বার, মেম্বারগট্টি গ্রামের মৃত রহমান মাতুব্বরের ছেলে ও সাবেক ইউপি মেম্বার রফিক মাতুব্বর, দোহারগট্টি এলাকার আওয়াল মাতুব্বরের ছেলে আকরাম মাতুব্বর, ছোট বালিয়া গ্রামের মালেক শেখের ছেলে ফিরোজ শেখ। 

ফরিদপুর সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল আসাদুজ্জামান শাকিল বলেন, পুলিশ ও সেনাবাহিনী রোববার দিবাগত রাত ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে। চাঁদাবাজ ও লুটপাটকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম