Logo
Logo
×

সারাদেশ

সবজির দাম কমছে

Icon

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১০:২৪ পিএম

সবজির দাম কমছে

দিনাজপুরের অন্যতম বৃহৎ সবজির বাজার বিরামপুরে পাইকারি ও খুচরা বেচা-কেনায় এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম অনেক কমে এসেছে। কাঁচামরিচসহ অনেক সবজির দাম অর্ধেকের নিচে নেমেছে।

বিরামপুর নতুনবাজারে সোমবার খোঁজ নিয়ে জানা গেছে, খুচরা দোকানিরা কাঁচামরিচ ১৬০ টাকা, বেগুন ৬০ টাকা, করলা ৬০-৮০ টাকা, ফুলকপি ৮০ টাকা, পটোল ৪০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, মুলা ৩০ টাকা, মুখি কচু ৪০ টাকা কেজি দরে এবং লাউ প্রতি পিস ২৫-৩০ টাকা দরে বিক্রি করছেন।

খুচরা দোকানি সাজ্জাদ হোসেন জানান, গত এক সপ্তাহ আগে এই দর অনেক বেশি ছিল এবং কাঁচামরিচসহ অনেক সবজি দ্বিগুণ দামে বিক্রি হয়েছিল।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায় জানান, খরিপ-২ মৌসুমে লাগানো ১১৫ হেক্টর জমির উৎপাদিত সবজি এখন বাজারে বেচাকেনা চলছে। এক হাজার ২৮০ হেক্টর জমিতে আগাম জাতের শীতকালীন সবজির চাষ করা হয়েছে। এই নতুন সবজি বাজারে এলে দাম আরও কমে আসবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম