Logo
Logo
×

সারাদেশ

মোবাইল ফোন নিয়ে বিরোধ, ভাইকে গলা কেটে হত্যা

Icon

বগুড়া ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১০:২১ পিএম

মোবাইল ফোন নিয়ে বিরোধ, ভাইকে গলা কেটে হত্যা

বগুড়ার গাবতলীতে অনুমতি ছাড়া মোবাইল ফোন নিয়ে খেলা করার জেরে আসিফ মোবাশ্বির (১২) নামে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে। এর আগে মাথায় ক্রিকেট ব্যাট দিয়ে আঘাত করা হয়।

সোমবার সকালে উপজেলার নারুয়ামালার বাড়িতে এ ঘটনা ঘটে।

হত্যায় জড়িত থাকায় তার জ্যাঠাতো ভাই নাবিল হোসেন প্রামাণিককে (১৯) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

গাবতলী থানার ওসি আশিক ইকবাল জানান, হত্যায় ব্যবহৃত বার্মিজ চাকু ও ক্রিকেট ব্যাট জব্দ করা হয়েছে।

স্থানীয়রা জানান, নিহত আসিফ মোবাশ্বির বগুড়ার গাবতলী উপজেলার নারুয়ামালা গ্রামের শফিউল আহসানের ছেলে। সে গাবতলী আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র। তার জ্যাঠা সেলিম হোসেনের ছেলে নাবিল হোসেন ভবঘুরে। মানসিকভাবে কিছুটা অসুস্থ। দুই পরিবার একই বাড়িতে বসবাস করে।

আসিফ মোবাশ্বির সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জ্যাঠাতো বড় ভাই নাবিল হোসেনের মোবাইল ফোন নিয়ে নিজ ঘরের বিছানায় শুয়ে গেম খেলছিল। অনুমতি ছাড়াই ফোন নেওয়ায় মোবাশ্বিরের সঙ্গে নাবিলের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নাবিল ক্ষিপ্ত হয়ে প্রথমে ক্রিকেট ব্যাট দিয়ে মোবাশ্বিরের মাথায় আঘাত করে। এরপর ধারালো বার্মিজ চাকু দিয়ে গলা কেটে ফেলে। এতে ঘটনাস্থলেই মোবাশ্বিরের মৃত্যু হয়। এদিকে হত্যার ঘটনা জানাজানি হলে স্থানীয়রা নাবিলকে আটক করে পুলিশে দেন। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

গাবতলী থানার ওসি আশিক ইকবাল জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতার নাবিল হত্যার কথা স্বীকার করলেও কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেনি। হত্যাকাণ্ডে ব্যবহৃত বার্মিজ চাকু ও ক্রিকেট ব্যাট জব্দ করা হয়েছে। তদন্তের পাশাপাশি এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম