Logo
Logo
×

সারাদেশ

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি কুমিল্লা বোর্ড কর্মকর্তাদের

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ পিএম

নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি কুমিল্লা বোর্ড কর্মকর্তাদের

কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম।

কতিপয় অকৃতকার্য ছাত্র-ছাত্রী কর্তৃক দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে এখতিয়ারবহির্ভূত দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি, গেটে তালা ঝুলিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধসহ গালমন্দ করা এবং ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা ও আসবাবপত্র ভাঙচুরের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নিজামুল করিম বলেন, গত ১৫ অক্টোবর এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রতি বছরের মতো এবারো কিছু শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ফেল করা কোনো শিক্ষার্থীরা যদি মনে করে তাদের পরীক্ষা ভালো হয়েছে, তাহলে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সুযোগ রয়েছে; কিন্তু সেটি না করে রোববার কিছুসংখ্যক অকৃতকার্য শিক্ষার্থী দেশের বিভিন্ন শিক্ষা বোর্ডে ফটকে তালা লাগিয়ে, বিশৃঙ্খলা করে, ঢাকা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুর চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে। এর প্রতিবাদে এবং প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে নিরাপদ কর্মপরিবেশ চেয়ে আমরা এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করি।

তিনি বলেন, রোববার ওই শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্ত কুমিল্লা বোর্ডেও বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। আমরা বারবার হামলার আশঙ্কা করছিলাম। তারা দুপুরের পর ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার পাশাপাশি শিক্ষা বোর্ডের তিনতলায় গিয়ে অটোপাশের দাবিতে আমার (চেয়ারম্যানের) কার‌্যালয়ের সামনে বিক্ষোভ ও গালমন্দ করেছে। আমরা শিক্ষা খাতে এমন পরিবেশ দেখতে চাই না। আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই।

এ সময় অন্যদের মধ্যে- সচিব প্রফেসর নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটোয়ারী, বিদ্যালয় পরিদর্শক রীতা চক্রবর্তী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) ড. মো. শফিকুল ইসলাম, উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আক্তার হোসেন, উপ-সচিব একাডেমিক মোহাম্মদ সাফায়েত মিয়া, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মোহাম্মদ হাবিবুর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলামসহ বোর্ডের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম