এক ঘণ্টার চেয়ারম্যান পার্বতী ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৯:৩২ পিএম
খাগড়াছড়িতে প্রতীকী চেয়ারম্যান হলেন খাগড়াছড়ি সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও পেরাছড়া ইউনিয়ন এনসিটিএফের সদস্য পার্বতী ত্রিপুরা। এক ঘণ্টার জন্য প্রতীকী পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়ে দায়িত্ব নিয়েই নারীবান্ধব করতে আর ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন তিনি।
সেই সঙ্গে কন্যাশিশুদের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একজন কন্যাশিশুকে ক্ষমতায়ন হস্তান্তরের প্রক্রিয়া ও সেই প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণাও দিয়েছে ইউনিয়ন পরিষদ।
সোমবার সকালে পেরাছড়া ইউনিয়নের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরার কাছ থেকে ব্যতিক্রমী এক আয়োজনে প্রতীকীভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন পার্বতী ত্রিপুরা।
অক্টোবর কন্যাশিশু দিবসের মাস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনাল ও ইয়েস বাংলাদেশ উদ্যোগে এর ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।
জাবারাং কল্যাণ সমিতির সহযোগিতায় কন্যাশিশু ও নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় প্রতীকী ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।
এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যান পার্বতী ত্রিপুরা তার স্বপ্নের কথা তুলে ধরে কন্যাশিশুরা যাতে সমান সুযোগ এবং সমানাধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন, নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধসহ করণীয় বিষয় তুলে ধরেন। তিনি ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখেন এবং যদি চেয়ারম্যান হন তাহলে নারী ও কিশোরীদের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা বলেন, ছেলেশিশুর পাশাপাশি কন্যাশিশুরাও আমাদের সমাজ এগিয়ে নিয়ে যেতে পারে। আমরা ইতোমধ্যে দেখেছি, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নারীরা বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। আমাদের পিছিয়ে পড়া পাহাড়ি এলাকাকে আমরা এগিয়ে নিতে চাই সবাই মিলে সম্মিলিতভাবে।
এ সময় পেরাছড়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বেগীন চাকমা, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, ইউপি সদস্য রাঙ্গাবী চাকমা, চায়না ত্রিপুরা, নিলাংকুর ত্রিপুরা, জাবারাং কল্যাণ সমিতির সদস্য ও ইউনিয়ন এনসিটিএফের সদস্যরা উপস্থিত ছিলেন।