Logo
Logo
×

সারাদেশ

মাইক্রোবাসে এসে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০৯:২৭ পিএম

মাইক্রোবাসে এসে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মীকে হত্যা

চট্টগ্রামে মাইক্রোবাসে এসে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল ৫টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন শমসেরপাড়া মেডিকেল কলেজের অদূরে চান্দগাঁও বানিয়ারাপাড়ায় রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

নিহত ওই ছাত্রলীগ কর্মীর নাম আফতাব উদ্দিন তাহসিন (২৬)। স্থানীয়রা তাহসিনকে ছাত্রলীগের কর্মী বলে দাবি করেছেন। তাৎক্ষণিকভাবে কে বা কারা তাকে হত্যা করেছে এবং কেন করেছে? তা জানাতে পারেনি পুলিশ। নিহতের পিতার নাম মোহাম্মদ মুছা।

স্থানীয়রা জানান, শমসেরপাড়ার চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এক যুবক চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় চারজন যুবক একটি কালো রঙের মাইক্রোবাসে করে এসে তাহসিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অপরদিকে গুলি করে পুনরায় মাইক্রোবাসে উঠে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

এরপর পুলিশ ও স্থানীয় লোকজন তাহসিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে দেখা যায় বেশ কয়েকটি বুলেট পড়ে আছে। পড়েছিল নিহত তাহসিনের রক্তমাখা চশমা।

একটি সূত্র জানিয়েছে, শমসেরপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার ও সাজ্জাদ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। নিহত তাহসিন সরোয়ার গ্রুপের সমর্থক হিসেবে পরিচিত ছিল। এ কারণে সাজ্জাদ গ্রুপের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. সবেদ আলী জানান, আধিপত্য বিস্তার নিয়ে সরোয়ার ও সাজ্জাদ গ্রুপের বিরোধ ছিল। বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম