যমুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৬ জেলের কারাদণ্ড
বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ০২:২০ পিএম
নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে মা ইলিশ শিকার চলছে। গত ৮ দিনে ১৬ জেলেকে আটকে পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার দিনভর ১১ জনকে আটক করা হয়।
জানা গেছে, চৌহালী উপজেলার উমারপুর, শৈলজানা, বাঘুটিয়া, সদিয়া চাঁদপুর ইউনিয়নের যমুনা নদীতে দিনে ও রাতে ইলিশ ধরা হচ্ছে। ওই মাছ বিক্রির জন্য প্রত্যন্ত চর এলাকায় বসানো হয়েছে অস্থায়ী বাজার। সেখানে প্রকাশ্যে ইলিশ বিক্রি করা হচ্ছে। এখান থেকে মাছ কিনে ব্যবসায়ীরা জেলার বিভিন্ন হাটবাজারে ও ফেরি করে বিক্রি করছেন।
যমুনার চরে ঘোরজান ইউনিয়নের কড়িতলায় অস্থায়ী ইলিশের হাট বসানো হয়েছে। সেখানে প্রতিদিন ভোরে মাছ কেনা-বেচা হয়। এ ছাড়া যমুনা তীরের মিটুয়ানী, দত্তকান্দি, দক্ষিণ খাষকাউলিয়া (জনতা স্কুলসংলগ্ন), বিনানুই বাজার, আজিমুদ্দির মোড়, খগেন ঘাট ও চর ছলিমাবাদ বাজারসহ বেশ কয়েকটি পয়েন্টে চলছে বেচা-কেনা।
চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার জানান, সরকারি নিষেধাজ্ঞার সময় মা ইলিশ শিকার বন্ধে অভিযান অব্যাহত রয়েছে। গত ৮ দিনে আটককৃত ৮ জনের জরিমানা ও ৮ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এছাড়া ২০ লাখ টাকা মুল্যের প্রায় ২ লাখ মিটার জাল ও ১০৬ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।