![সিলেটে হামাস প্রধানের গায়েবানা জানাজা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/20/Sylhet--20-10-24--Pic--5-67153a050180d.jpg)
সিলেটে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে হামাসপ্রধান ইয়াহইয়া সিনওয়ারের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার বাদ আসর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ছাত্রশিবির সিলেট মহানগরের উদ্যোগে উক্ত গায়েবানা জানাজার আয়োজন করা হয়।
জানাজায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ, সাবেক কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর সেক্রেটারি শাহীন আহমদ।
নেতারা বক্তব্যে বলেন, ফিলিস্তিনে চলমান অবৈধ রাষ্ট্র ইসরাইলের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামাসপ্রধান ইয়াহইয়া সিনওয়ারের শাহাদতবরণ মুসলিম বিশ্বকে ব্যথিত করেছে।
নেতারা আরও বলেন, ইয়াহইয়া সিনওয়ার তার সারাজীবন মানুষের স্বাধীনতা এবং মুক্তির জন্য সংগ্রাম করেছেন।
মুসলিম বিশ্বের সমালোচনা করে নেতারা বলেন, ওআইসি ও আরব লীগ মুখে কুলুপ এঁটে বসে আছে, জাতিসংঘ মানবতার বুলি আওড়ালে ও বাস্তবে তারা সাম্রাজ্যবাদী শক্তিদের হাতের পুতুলে পরিণত হয়ে আছে। নেতারা ইয়াহইয়া সিনওয়ারের শাহাদতের মর্যাদা কামনায় আল্লাহর কাছে দোয়া করেন এবং মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান।
গায়েবানা জানাজায় হাজারও তাওহিদী ছাত্র-জনতা উপস্থিত ছিলেন। গায়েবানা জানাজায় ইমামতি করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রহিম।