গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহতের ঘটনায় বাসচালক গ্রেফতার
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:৫০ পিএম
কেরানীগঞ্জে সড়কের পাশে থাকা বিরিয়ানির হোটেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত বাসচালক মো. কাইয়ুম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কেরানীগঞ্জের বন্দ ডাকপাড়া এলাকায় ঢাকা-নবাবগঞ্জ সড়কে বাস নিয়ে নবাবগঞ্জ যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়।
৫ অক্টোবর সন্ধ্যায় কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে অজ্ঞাতনামা একটি বাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাসের ধাক্কায় ভ্যান গিয়ে ঘরোয়া রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডারের উপর পড়লে মুহূর্তেই বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। রেস্টুরেন্টের আগুন পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। একজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার এসআই সোহেল মুফতি বলেন, অজ্ঞাত বাসচালকের নামে মামলা হয়। তদন্তকালে আশপাশের সিসিটিভি ও তথ্য প্রযুক্তির সহায়তায় বাসটি শনাক্ত করা হয়। পরে বাসের চালককেও শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার কাইয়ুম ডিএনকে পরিবহণের বাস দিয়ে ওই ঘটনা ঘটিয়ে পালিয়ে গিয়েছিলেন। পরিবহণটি ঢাকা থেকে দোহার নবাবগঞ্জ লাইনে চলাচল করে। ঘটনার পর ৩ দিন গা-ঢাকা দিয়ে ছিলেন। এরপর তিনি পুনরায় ওই বাস চালানো শুরু করেন। রোববার সন্ধ্যায় ওই বাস নিয়ে ঢাকা থেকে নবাবগঞ্জ যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন।