Logo
Logo
×

সারাদেশ

মাছ চুরির অভিযোগে কর্ণফুলীর বিএনপি নেতা বহিষ্কার

Icon

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:৪৮ পিএম

মাছ চুরির অভিযোগে কর্ণফুলীর বিএনপি নেতা বহিষ্কার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. জসিম উদ্দিন জুয়েল নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেন।

দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে জসিম উদ্দিন জুয়েলকে বহিষ্কার করা হয়। এ আদেশের অনুলিপি প্রেরণ করা হয় বিএনপির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ও সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে।

এ বিষয়ে অভিযুক্ত মো. জসিম উদ্দিন জুয়েল বলেন, মাছ চুরি বা লুটের ঘটনায় আমি কোনোভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্রমূলক; যা দলীয় তদন্তে প্রমাণিত হবে।

প্রসঙ্গত, গত ১৯ অক্টোবর দুটি জাতীয় দৈনিকে ‘সরকারি পুকুর থেকে বিএনপি নেতার মাছ চুরি! ও ২০ অক্টোবর ‘বিএনপি নেতার নেতৃত্বে সরকারি পুকুরের মাছ লুটের অভিযোগ’ শিরোনাম শীর্ষক সংবাদ প্রচার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম