Logo
Logo
×

সারাদেশ

ফেনীর গণহত্যার বিচারে সংবাদমাধ্যমের সহযোগিতা চাইলেন আইনজীবী

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম

ফেনীর গণহত্যার বিচারে সংবাদমাধ্যমের সহযোগিতা চাইলেন আইনজীবী

ফেনীর ৮ গণহত্যার বিচারকাজে সহযোগিতা চাইলেন মামলার আইনজীবী। পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া বলেছেন, গত ৪ আগস্ট মহিপালে নারকীয় গণহত্যাকারী অস্ত্রধারী, অর্থ জোগানদাতা, নির্দেশদাতা সবার নাম উঠে আসছে।

গ্রেফতার হওয়া আসামিরা ১৬৪ ধারা জবানবন্দিতে একে একে আদালতে ঘটনার বর্ণনা তুলে ধরছেন। এক্ষেত্রে কোনো হত্যাকারীই রেহাই পাওয়ার সুযোগ নেই।

তিনি বলেন, ৮টি হত্যা মামলা বিনা ফিতে চালাচ্ছি। একজন নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য গণমাধ্যমসহ সম্মিলিতভাবে কাজ করার আহবান জাননা তিনি। 

তিনি বলেন, গণহত্যায় জড়িতদের যত বেশি নাম বেরিয়ে আসছে তত ষড়যন্ত্র হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে। আমার বিরুদ্ধেও বদনাম রটানো হচ্ছে। 

তিনি বলেন, যতই চক্রান্ত হোক, কোনভাবে বিচারকাজ ব্যহত করা যাবে না।  অনেক বৈধ অস্ত্রও এ গণহত্যায় ব্যবহার হয়েছে বলে আমরা জেনেছি। ইতোমধ্যে জমাকৃত বৈধ অস্ত্রসমূহ ফরেনসিক রিপোর্টের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে কার কার অস্ত্র এখানে ব্যবহার হয়েছে তার প্রমাণও পাওয়া যাবে। রোববার শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন মেজবাহ উদ্দিন। 

সভায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লবও উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডসহ অতীতের অনিয়ম-দুর্নীতি উম্মোচনে সাংবাদিকদের ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

বিপ্লব বলেন, বিএনপি গণতান্ত্রিক দল, এ দলে গণতন্ত্রের চর্চা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীতেও গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রপরিচালিত হবে বলে উল্লেখ করেন বিপ্লব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম