পাশাপাশি দাফন হলো মালয়েশিয়ায় আগুনে নিহত ৩ জনের লাশ
আহমাদুল কবির, মালয়েশিয়া
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০৮:২৬ পিএম
মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ৩ জনের মুন্সিগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাতে মরদেহ দেশে পৌঁছানোর পর রোববার সকাল ৮টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঢল নামে মানুষের। পরে রমজানবেগ দক্ষিণ পাড়া সামাজিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের।
নিহতরা হলেন- মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের রমজানবেগ গ্রামের রাজ্জাক ভূঁইয়ার ছেলে জব্বার আলী (৪২), একই এলাকার আবুল কাশেমের ছেলে আবু তাহের (৩২) ও মহিউদ্দিনের ছেলে সালাম (২৪)। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে মালয়েশিয়ায় গিয়ে এমন মৃত্যুতে স্বজনদের মাঝে চলছে শোকের মাতম।
গত ১০অক্টোবর মালেশিয়ার জোহর রাজ্যের শিল্প এলাকায় একাধিক রাসায়নিক বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৩ জন।
নিহত শ্রমিকদের কোম্পানি ‘পেন্টাচেম (এম) এসডিএন’ এর নিয়োগকর্তার কাছ থেকে জন প্রতি ২৫ হাজার রিঙ্গিত সমপরিমান ৭ লাখ ৫০ হাজার টাকা। ৩ জনে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করেছে বলে জানিয়েছে, কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।