বদলি হলেন আলীকদমের আলোচিত ওসি
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম
ওসি খন্দকার তবিদুর রহমান
বান্দরবানের আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার তবিদুর রহমানকে বদলি করা হয়েছে।
অসংখ্য নিরীহ মানুষকে থানায় ধরে নিয়ে নির্যাতন ও মামলার ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওসির বিরুদ্ধে গত ১৬ অক্টোবর ‘আলীকদমের জনসাধারণ’ ও ‘আলীকদম সচেতন ছাত্র জনতা’ নামে পৃথক দুটি ব্যানারে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের পরদিন ১৭ অক্টোবর তার এ বদলির আদেশ দেওয়া হয়।
পুলিশ হেডকোয়াটার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখার প্রজ্ঞাপনে (স্মারক নং- ১০১৫ তারিখ: ১৭/১০/২০২৪) বলা হয়, ‘জনস্বার্থে’ এ বদলি করা হয়। ওসি খন্দকার তবিদুর রহমানকে বান্দরবান জেলা থেকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকায় বদলি করা হয়।
‘আগামী ২১ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন। অন্যথায় ২২ অক্টোবর হতে তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন মর্মে গণ্য হবেন।’
গত একবছর আগে খন্দকার তবিদুর রহমান আলীকদম থানার ওসি হিসেবে যোগদান করেন। যোগদানের কিছুদিন পর থেকে এএসআই জামান ও এসআই মানুনসহ কয়েকজন অফিসারকে দিয়ে থানায় তৈরি করেন নিজস্ব সিন্ডিকেট। তাদের মাধ্যমে থানায় লোকজন ধরে নিয়ে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়, মারধরসহ নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
মানববন্ধনের পরপর অসংখ্য মানুষ তাদের সঙ্গে ওসির করা অন্যায়ের বিচার দাবি করেছেন। এর আগে পুলিশ প্রধানসহ পুলিশের বিভিন্ন শাখায় ওসি খন্দকার তবিদুর রহমানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
৫ আগস্টের আগে শেখ হাসিনার আত্মীয় দাবির পাশাপাশি তার আচরণে কট্টর আওয়ামীপন্থি পুলিশ কর্মকর্তা হিসেবে দেখা গেলেও সাম্প্রতিক সময়ে জাতীয়তাবাদী সুরত ধরেছেন বলে জানান স্থানীয়রা।