Logo
Logo
×

সারাদেশ

মধ্যরাতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০২:২৯ পিএম

মধ্যরাতে ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে হঠাৎ মধ্যরাতে ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। হাসিনা সরকারের পতনের প্রায় আড়াই মাস পর ওই দুই সংগঠন এ মিছিল করে।

শুক্রবার রাত পৌনে ১টার দিকে কোতোয়ালি থানার জামালখান সড়কে প্রায় ৫০ থেকে ৬০ জন যুবক এ মিছিল বের করে। 

এদিকে ঝটিকা মিছিলের প্রতিবাদে শনিবার বিকাল ৩টায় জামালখান মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

এলাকাবাসী জানান, রাত পৌনে ১টার দিকে জামালখান মোড় থেকে একটি ঝটিকা মিছিল চেরাগি মোড়ের দিকে চলে যায়। এসময় মিছিলের অগ্রভাগে কয়েকটি মোটরসাইকেল ছিল। মিছিলকারীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা শেখ হাসিনা’ ইত্যাদি স্লোগান দেয়। এসময় কারও কারও হাতে আগ্নেয়াস্ত্র ছিল।

বিষয়টি সম্পর্কে জানতে কোতোয়ালি থানার ওসি ফজলুল কাদের চৌধুরীর মোবাইলফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি। একইভাবে সিএমপির জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত উপ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজের মোবাইলফোনেও কল দেওয়া হলে তিনিও রিসিভ করেননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডে শহিদদের রক্তরঞ্জিত রাজপথে পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা স্লোগান দেওয়ার দুঃসাহস দেখিয়েছে। এ প্রতিবাদে শনিবার বিকাল ৩টায় জামালখানে বিক্ষোভ সমাবেশ হবে। তিনি দলমত নির্বিশেষে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে পুনরায় নামার আহ্বান জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম