টঙ্গীতে জাতীয় পার্টির কর্মিসভা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম
![টঙ্গীতে জাতীয় পার্টির কর্মিসভা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/10/18/Tongi-new-jp-6712928bd43b2.jpg)
গাজীপুরের টঙ্গীতে জাতীয় পার্টির কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে টঙ্গীর এরশাদনগর এলাকায় ৪৯নং ওয়ার্ড জাতীয় পার্টির কার্যালয়ে টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টি এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
টঙ্গী পূর্ব থানা জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ওমর ফারুকের সঞ্চালনায় কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক শরিফুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব শেখ মো. মাসুদুল আলম টিটু।
কর্মিসভায় উপস্থিত হয়ে আরও বক্তব্য দেন- গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বাদল মিয়া, গাজীপুর মহানগরীর মহিলা পার্টির সভানেত্রীর রোকসানা পারভিন রুমি, জাতীয় পার্টির নেতা আলমগীর রেজা, ওমর ফারুক সুজন, লুৎফর রহমান, ফয়েজ মুন্না, রফিকুল ইসলাম, হিরন মিয়া, সিদ্দিকুর রহমান, খোরশেদ আলম, সালাউদ্দিন শিকদার, সবুজ শিকদার, অহিদুল ইসলাম রানা, সাইফুল ইসলাম সরকার, কেএম সোলাইমান, মোসলেম, সালাউদ্দিন খান, ইসমাইল এলেম প্রমুখ।
এ সময় টঙ্গী পূর্ব থানায় এলাকায় কয়েকটি ওয়ার্ডের জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।