Logo
Logo
×

সারাদেশ

নৌকায় গাছ ভেঙে পড়ে নিখোঁজ ১

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:২৫ পিএম

নৌকায় গাছ ভেঙে পড়ে নিখোঁজ ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোট ফেনী নদীতে মাছ ধরার সময় ডিঙি নৌকায় গাছ ভেঙে পড়েছে। এতে নৌকায় থাকা সজিব ধর (২৫) নামের এক জেলে নৌকাসহ নদীতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছেন।

এ ঘটনায় সাঁতার দিয়ে নিরাপদে তীরে উঠে এসেছেন সজিবের বাবা দলপ ধর (৪৫)।

এদিকে গত দুই দিনের অস্বাভাবিক জোয়ারে ৬ থেকে ৭ ফুট পানিতে প্লাবিত হচ্ছে ইউনিয়নটির কয়েকটি ওয়ার্ড। নদী তীরবর্তী বেড়ি বাঁধের ওপর আশ্রয় নিয়েছে অর্ধশত পরিবার।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে মুছাপুর রেগুলেটর এলাকার ছোট ফেনী নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ সজিব ধর মুছাপুর ৭নং ওয়ার্ড জেলে পাড়ার দলপ ধরের ছেলে। তিনি পেশায় একজন জেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর সমুদ্র ও নদীতে মাছ ধরার ওপর ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা থাকায় ছোট ফেনী নদীর কূলে ঘেঁষে ছোট একটি ডিঙি নৌকা নিয়ে বিকালে মাছ ধরতে বের হয় জেলেপাড়ার সজিব ধর ও তার বাবা। বিকাল সাড়ে ৫টার দিকে তাদের নৌকাটি নদীর কূল দিয়ে রেগুলেটর এলাকায় আসার সঙ্গে সঙ্গে নদীর পাড় থেকে বড় একটি গাছ তাদের নৌকার ওপর ভেঙে পড়ে। এতে নৌকাটি দুমড়ে-মুচড়ে গিয়ে জোয়ারে ডুবে যায়। নৌকায় থাকা সজিবের বাবা দলপ ধর সাঁতার দিয়ে তীরে উঠে আসতে পারলেও এখনো নৌকাসহ নিখোঁজ রয়েছেন সজিব।

৭নং ওয়ার্ড জেলেপাড়ার বাসিন্দা লিলু দাস বলেন, বৃহস্পতিবার রাত থেকে জোয়ারে পানি বেড়ে গেছে। রাত ১২টার পর জোয়ার আসার সঙ্গে সঙ্গে আমাদের বাড়ি-ঘর সব পানিতে ডুবে যায়। জেলে পাড়ার প্রায় ১৫টি পরিবারের লোকজন রাতের আঁধারে কোনো রকমজীবন বাঁচাতে দ্রুত বেড়ি বাঁধের ওপর চলে যায়। শুক্রবার সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে রাতে জোয়ার আরও বাড়তে পারে বলেন ধারণা করছেন তিনি।

লিলু দাস আরও বলেন, জোয়ার রাত ১২টা বা ১টা দিকে আসে। তখন ৬-৭ ফুট পানিতে আমাদের বাড়ি-ঘর সব ডুবে যায়। ভোর ৪টার দিকে পানি আবার নামতে শুরু করে। জোয়ারের পানিতে আমাদের অনেক মালামাল নষ্ট হয়েছে। গত ২৬ আগস্ট পানির চাপে রেগুলেটরটি ভেঙে যাওয়ায় আমাদের এ বিপদে পড়তে হচ্ছে।

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সুলতান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহযোগিতায় প্রশাসনের লোকজন নিখোঁজ সজিবকে খোঁজাখুঁজি করছে। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম