বগুড়ার চাঞ্চল্যকর জোড়া খুনের আসামি গ্রেফতার
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:১৭ পিএম
বগুড়ার শাজাহানপুরে সাগর তালুকদার ও তার সঙ্গী স্বপন প্রামাণিককে কুপিয়ে হত্যা মামলার ২নং এজাহার নামীয় আসামি পান্নু তালুকদার (৪৮) ধরা পড়েছেন। র্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা শুক্রবার বিকালে তাকে শহরের কলোনি করতোয়া এলাকা থেকে গ্রেফতার করেন।
ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেন।
র্যাব ও এজাহার সূত্র জানায়, গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মণ্ডলপাড়ায় হত্যাসহ ১৭ মামলার আসামি সাগর তালুকদার ও তার সঙ্গী স্বপন প্রামাণিককে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। তাদের সঙ্গী মোক্তার হোসেনের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি আত্মগোপন করলেও আজ পর্যন্ত তার সন্ধান মেলেনি। জোড়া খুনের ব্যাপারে সাগরের বোন রোকসানা আকতার বর্ষা গত ২৬ সেপ্টেম্বর শাজাহানপুর থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
হত্যাকাণ্ডের পর থেকে র্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা ছায়া তদন্ত শুরু করেন। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে বগুড়া শহরের কলোনি করতোয়া এলাকা থেকে এ হত্যা মামলায় ২নং এজাহার নামীয় আসামি পান্নু তালুকদারকে গ্রেফতার হয়। তিনি শাজাহানপুর উপজেলার সাবরুল হাটখোলাপাড়া গ্রামের মৃত মনসুর তালুকদারের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সাগর তালুকদার সাবরুলের শিক্ষক পারভেজ তালুকদার হত্যা মামলার আসামি। তার বড় ভাই পান্নু তালুকদার। সাগর এ হত্যা মামলা থেকে তার নাম প্রত্যাহারে পান্নুকে চাপ ও ৩২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। অন্যথায় পান্নুকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল। পান্নু নিজের জীবন বাঁচাতে ও এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতেই প্রতিশোধ পরায়ণ হয়ে জোড়া খুনে জড়িয়ে পড়েন। হত্যাকাণ্ডের পর পান্নু কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। আইনানুগ ব্যবস্থা গ্রহণে তাকে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।