Logo
Logo
×

সারাদেশ

বানিয়াচং মডেল প্রেস ক্লাবের সভায় ৯ শহিদের প্রতি শোক

Icon

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ১০:১৬ পিএম

বানিয়াচং মডেল প্রেস ক্লাবের সভায় ৯ শহিদের প্রতি শোক

বানিয়াচং মডেল প্রেস ক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৫ আগস্ট পুলিশ আওয়ামী লীগের হামলায় শহিদ ৯ ছাত্র-জনতার পরিবারের প্রতি সমবেদনা ও শোক প্রকাশ করা হয় এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

শুক্রবার সকালে বড়বাজার সাবরেজিস্ট্রার অফিস রোডের ক্লাব কার্যালয়ে মডেল প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার বানিয়াচং প্রতিনিধি জীবন আহমেদ লিটনের সভাপতিত্বে ও সেক্রেটারি দৈনিক ভোরের ডাক পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শামীম আহমেদ চৌধুরী সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য দেন- ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার সুয়েম, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাজী মোকাররম হোসেন সুহেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিউল করিম ফুয়াদ, প্রচার সম্পাদক আবু হানিফ বিন সাঈদ, সাংবাদিক শেখ আবু ইসহাক প্রমুখ। 

সভায় আবুল বাশার সুয়েমকে সিনিয়র সহ-সভাপতি হিসেবে পদোন্নতি দেওয়া হয় এবং তিনি বানিয়াচং সিএনজি মালিক সমিতির অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব পাওয়ায় তাকে অভিনন্দন জানানো হয়। 

অপরদিকে ক্লাবের সাহিত্য ও  প্রকাশনা সম্পাদক কাজী মাওলানা হাফেজ মোকাররম হোসেন সুহেল বানিয়াচং ২নং ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে নিয়োগ পাওয়ায় তাকেও ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।  

তাছাড়া দৈনিক অনুসন্ধান নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টার কবির আহমেদকে ক্লাবে অন্তর্ভুক্ত করে তাকে ক্লাবের আইন বিষয়ক সম্পাদক হিসেবে এবং দৈনিক হবিগঞ্জের বাণী পত্রিকার বানিয়াচং প্রতিনিধি শেখ আবু ইসহাককে ক্লাবে অন্তর্ভুক্ত করে তাকে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া সবার সম্মতিক্রমে মডেল প্রেস ক্লাবের কার্যালয় বড়বাজার মধ্যবাজার থেকে স্থানান্তর করে সাবরেজিস্ট্রার রোডের আনফর উল্লাহ মার্কেটে নিয়ে আসার সিদ্ধান্ত হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম