Logo
Logo
×

সারাদেশ

দিনদুপুরে পুলিশ সুপারের মোবাইল ফোন ছিনতাই

Icon

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৬:৪৩ পিএম

দিনদুপুরে পুলিশ সুপারের মোবাইল ফোন ছিনতাই

প্রতীকী ছবি

টাঙ্গাইলে দিনদুপুরে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহা. ইমামুর রশীদের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। শুক্রবার সকালে শহরের ক্লাব রোডে তার সরকারি বাসার সামনে থেকে মোবাইল ফোন ছিনতাই হয়।

শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে বলে জানা গেছে।

স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, সকালে পুলিশ সুপার কবুতরের খোঁজে তার বাসার সামনে বের হন। এক ছিনতাইকারী তার হাত থেকে মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

তারা আরও জানান, কয়েক দিন পর পরই শহরের ক্লাব রোড, জেলা সদর রোড ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। সেসব ছিনতাইয়ের ঘটনায় পুলিশের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহাম্মেদ জানান, যেহেতু অস্ত্র ঠেকিয়ে মোবাইল ফোন নেওয়া হয়নি তাই এটাকে ছিনতাই বলা যাবে না।

এ বিষয়ে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহা. ইমামুর রশীদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম