২ মাস পর ভেসে উঠল রাঙামাটির ঝুলন্ত সেতু
রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৪:০২ পিএম
প্রায় দুই মাস যাবৎ কাপ্তাই হ্রদের পানিতে ডুবে থাকার পর ভেসে উঠল রাঙামাটির মনোরম ঝুলন্ত সেতুটি। বৃহস্পতিবার থেকে পাটাতন থেকে হ্রদের পানি নেমে গিয়ে উঁচুতে দাঁড়ায় এ সেতুটি। এতে সেতুটি ফিরে পেল পর্যটকদের আকর্ষণ।
এর আগে জেলায় ভারি বৃষ্টিপাতে উজানের পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে গত ২৩ আগস্ট থেকে তলিয়ে যায় রাঙামাটি পর্যটন করপোরেশনের মোটেল অ্যান্ড হলিডে কমপ্লেক্সে অবস্থিত মনোরম ঝুলন্ত সেতুটি।
সরেজমিন গিয়ে দেখা যায়, পানি নেমে যাওয়ায় শুক্রবার সকাল থেকে রাঙামাটির ঝুলন্ত সেতুতে লোকজনের পদচারণা। সেতু দিয়ে লোকজন হাঁটাচলা করে পারাপার হচ্ছেন। পর্যটকরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য সেতুর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।
পাশের জেলা চট্টগ্রাম থেকে বেড়াতে যাওয়া পর্যটক মো. জিয়াউল ইসলাম বলেন, এর আগে আমরা এ ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে যাওয়ার কথা জানতে পারি। তাই রাঙামাটি ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করি তখন। এখন সেতুটি ভেসে ওঠার খবর পেয়ে রাঙামাটি ঘুরতে আসলাম।
নরসিংদীর পর্যটক বিজয় কর বলেন, রাঙামাটি এসে সেতুতে ঘুরতে পেরে খুবই আনন্দ উপভোগ করতে পারছি। তাই খুব ভালো লাগছে।
রাঙামাটি পর্যটক নৌকা মালিক সমিতির সহ-সভাপতি রমজান আলী বলেন, রাঙামাটিতে বেড়াতে আসা পর্যটকদের কাছে এ ঝুলন্ত সেতুটি মূল আকর্ষণ। এতদিন সেতুটি পানিতে ডুবে থাকায় এর আগে রাঙামাটি বেড়াতে আসা পর্যটকদের হতাশ হয়ে ফিরে যেতে হয়েছে। বৃষ্টিপাত বন্ধ হওয়ায় সেতুটি ভেসে উঠল। আশা করছি এখন থেকে রাঙামাটিতে পর্যটক সমাগম বাড়বে।
রাঙামাটি পর্যটন মোটেল অ্যান্ড হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় ঝুলন্ত সেতুটি ভেসে উঠেছে। এখন কিছু সংস্কার কাজ চলছে। সেতুতে লোকজন পারাপারে যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। সেতুটি ডুবে থাকায় রাঙামাটি পর্যটন করপোরেশনের দিনে ৬০ থেকে ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে। তবে পর্যটকদেও আগমণ বাড়লে সেই ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে।