ফেনীতে ছাত্রদের গুলি করে হত্যা মামলায় প্রধান শিক্ষক গ্রেফতার
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম
ফেনীর মহিপালে ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবর্ষণের ঘটনায় করা মামলায় সোনাগাজী ওসমানীয়া হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাড়ে ১২ টার দিকে ফেনীর মাস্টারপাড়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার গিয়াস উদ্দিন সোনাগাজীর পাইকপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।
পুলিশ জানায়, সরকার পতনের একদফা দাবিতে গত ৪ আগস্ট দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের মিছিলে গুলিবর্ষণ করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক সশস্ত্র সন্ত্রাসী বাহিনী। এতে ৮ জন নিহত ও ৫০ জনের অধিক মানুষ আহত হয়। আহতদের মধ্যে ধলিয়া ইউনিয়ন যুবদলকর্মী মহিউদ্দিনের করা মামলায় এজাহারনামীয় আসামি ছিলেন ওসমানীয়া হাইস্কুলের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন।
ভুক্তভোগীর স্ত্রী বেগম গিয়াস জানান, ঘটনার সময় তিনি স্কুলের দায়িত্বে ছিলেন। মিথ্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, শিক্ষক গিয়াস উদ্দিন এজাহারনামীয় আসামি হওয়ায় বাসা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।