বাস খাদে, অলৌকিকভাবে রক্ষা পেল এক মাসের শিশু
ফরিদপুর ব্যুরো ও ভাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ১০:২৬ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে আলিফ পরিবহণের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ যাত্রী আহত হলেও অলৌকিকভাবে রক্ষা পায় ২৯ দিন বয়সের এক কন্যাশিশু। লোহার কিছু অংশ কেটে ওই শিশুকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় বাসের ৩০ যাত্রী আহত হয়। এ সময় অলৌকিকভাবে বাসের মধ্যে চাঁপা পড়া অবস্থায় ২৯ দিন বয়সের কন্যাশিশু ফাইজাকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি চৌকস দল ও ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ আহতদের উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।
এ ঘটনায় ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাফর আহমদ জানান, বেপরোয়া বাসটি ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ২৯ দিন বয়সের এক কন্যা শিশুকে বাসের মধ্য থেকে চাপা অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। বাসের লোহার কিছু অংশ কেটে বের করা হয় শিশুটিকে। সত্যি অলৌকিকভাবে বেঁচে গেছে শিশুটি। শিশুর মা গুরুতর আহত হয়েছেন। শিশুটিকে তার মায়ের কোলে দিতে পেরে আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি।
অলৌকিকভাবে বেঁচে যাওয়া ফাইজা বরিশাল ঝালকাঠির রাজাপুর এলাকার ইমা বেগমের কন্যা। তারা পূজার ছুটি কাটিয়ে ঢাকায় ফিরছিলেন।