Logo
Logo
×

সারাদেশ

নদীতে কল্প জাহাজ, আকাশে উড়ল ফানুস

Icon

রামু (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৯:২৬ পিএম

নদীতে কল্প জাহাজ, আকাশে উড়ল ফানুস

বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুতে অনুষ্ঠিত হয়েছে কল্প জাহাজভাসা উৎসব। এদিকে বুধবার থেকে সন্ধ্যাকাশে উড়ানো হয়েছে একের পর এক দৃষ্টিনন্দন উজ্জ্বল ফানুস।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে রামুর বাঁকখালী নদীর চরে এই উৎসবে ঢল নামে সর্বস্তরের মানুষের। ধর্মীয় গুরুরাও বলছেন, এমন উৎসব ধর্মীয় সম্প্রীতি বাড়ায়, দৃঢ় করে মানুষে মানুষে সম্পর্ক।

বৃহস্পতিবার বিকেলে বাদ্য-বাজনার তালে তালে রামুর বাকঁখালী নদীতে শত শত তরুণ-তরুণীদের উচ্ছ্বাস আর উল্লাসের মধ্য দিয়ে ভেসে বেড়াচ্ছে রং বেরঙের দৃষ্টিনন্দন কাগজের কল্প জাহাজ। এতে শুধু বৌদ্ধরা নয়, বিভিন্ন ধর্মের মানুষ অংশ নেয়।

এ উপলক্ষে জাহাজভাসা উদযাপন পরিষদের সভাপতি মিথুন বড়ুয়া বোতামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফর রহমান কাজল। প্রধান বক্তার ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাবিদ ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

জাহাজভাসা উদযাপন পরিষদের সমন্বয়ক রিগ্যান বড়ুয়া ও সাধারণ সম্পাদক সুস্ময় বড়ুয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল, রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি জাবেদ ইকবালসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বৌদ্ধ ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

বৌদ্ধ ধর্ম মতে, প্রবারণা দিবসে এ রকম সুসজ্জিত জাহাজে করে মহামতি বুদ্ধ বৈশালী নগর থেকে রাজগৃহে ফিরেছিলেন। এ সময় পথে মানুষ, দেবতা, নাগ সবাই বুদ্ধকে পূজা করেছিল। সেই ঘটনা স্মরণে প্রায় শত বছর ধরে রামুতে জাহাজভাসা উৎসব হয়ে আসছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম