Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম ৩৫১ আইন কর্মকর্তা নিয়োগ, আশরাফ-মফিজুল পিপি

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পিএম

চট্টগ্রাম ৩৫১ আইন কর্মকর্তা নিয়োগ, আশরাফ-মফিজুল পিপি

চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটরসহ নতুন ৩৫১ আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। জেলা পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন আশরাফ হোসেন চৌধুরী ও মহানগর পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মফিজুল হক ভূঁইয়া।

বুধবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত দুটি নিয়োগ আদেশ জারি করা হয়।+

বুধবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়।

উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত নিয়োগ আদেশে বলা হয়, চট্টগ্রাম জেলার জেলা ও দায়রা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত এবং এদের অধীন আদালত, বিভাগীয় বিশেষ জজ আদালত এবং বিভিন্ন পর্যায়ের ট্রাইব্যুনাল আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিল করা হয়েছে। তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে নিজ নিজ জেলার জেলা ও দায়রা জজ ও জেলা ম্যাজিস্ট্রেটর প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে নতুন আইনজীবীদের নিয়োগ দেওয়া হয়েছে।

জেলা ও দায়রা জজ আদালতে অতিরিক্ত জেলা পিপি হিসেবে নিয়োগ পাওয়া মোহাম্মদ শরীফ যুগান্তরকে বলেন, বুধবার রাতে চট্টগ্রামের বিভিন্ন আদালতে সাড়ে ৩শ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার। এসব কর্মকর্তাদের আগামী রোববার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম