Logo
Logo
×

সারাদেশ

শিক্ষার্থীদের মাঝে সবজির বীজ বিতরণ

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৬:৩৭ পিএম

শিক্ষার্থীদের মাঝে সবজির বীজ বিতরণ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে সবজির বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের নিজ নিজ আঙ্গিনায় রোপণ করে পারিবারিক চাহিদা মিটানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। 

বৃহস্পতিবার সেরনেটি বুড়িচং-ব্রাহ্মণপাড়া ও গোমেতি সংবাদের আয়োজনে উপজেলার শশীদল ফুলকুঁড়ি চাইল্ড একাডেমির ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে লাউ শিম করলা, বরবটি, ঢেঁড়স মিষ্টি কুমড়ার বীজ বিতরণ করা হয়।

একাডেমি আঙিনায় আয়োজিত অনুষ্ঠান সঞ্চালনা করেন গোমেতি সংবাদ সম্পাদক মোবারক হোসেন। সভাপতিত্ব করেন শশীদল ফুলকুঁড়ি চাইল্ড একাডেমির প্রধান শিক্ষক মো. মামুনুর রশিদ।

অতিথি ছিলেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা, এখন টিভির কুমিল্লার ব্যুরো প্রধান মো. খালেদ সাইফুল্লাহ, সংগঠক বিল্লাল চৌধুরী সাপ্তাহিক আমোদ পত্রিকার রিপোর্টার হাসিবুল ইসলাম সজিব প্রমুখ।

এতে বক্তারা বলেন, শিশুরা হচ্ছে ফুল, তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা নিয়ে বড় হয়ে তার সুবাস ছড়াবে। তেমনি বন্যা পরবর্তী খাদ্যের সংকট কাটাতে সবজি বীজ রোপণ করার মাধ্যমে সবাইকে সহযোগিতা করবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম