হাসপাতালে ৮ মাসের অন্তঃসত্ত্বার লাশ রেখে পালাল শ্বশুরবাড়ির লোকজন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১০:৪৩ পিএম
চট্টগ্রামে ৮ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর নাম শাহনাজ কামরুন নাহার (২৫)। মঙ্গলবার রাতে নগরীর পাঁচলাইশ থানার কসমোপলিটন আবাসিক এলাকার ৫ নম্বর সড়কে কাশেম বিল্ডিংয়ের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।
নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেখে পালিয়ে গেছে শ্বশুরবাড়ির লোকজন। এ ঘটনায় বুধবার নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
নিহত শাহনাজের বাড়ি পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকায়। তিনি একই উপজেলার শান্তিরহাট এলাকার প্রিন্স মোহাম্মদ আল ফাহাদ চৌধুরীর স্ত্রী।
চমেক হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে শাহনাজের লাশ নিয়ে হাসপাতালে যান তার শ্বশুরবাড়ির লোকজন। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করলে তারা হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়। গৃহবধূর গলায় ফাঁস লাগানোর দাগ রয়েছে। পরে বিষয়টি হাসপাতাল পুলিশ সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানায়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, খবর পেয়ে আমরা চমেক হাসপাতালে গিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। পরে ঘটনাস্থল কসমোপলিটন আবাসিক এলাকার কাশেম বিল্ডিংয়ে গিয়ে বাসাটি তালাবদ্ধ দেখা যায়। বাসার চাবি দারোয়ানকে দিয়ে নিহতের স্বামী ও তার পরিবার পালিয়ে গেছে।
জানা গেছে, ভিকটিম ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানা যাবে।