সাবেক উপজেলা চেয়ারম্যানের বাসায় শিক্ষার্থীর লাশ
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৯:১৮ পিএম
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পরাগ রায় নামে এক এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত পরাগ রায় (১৮) খুলনার পাইকগাছার প্রদ্যুত রায়ের ছেলে। সে তার মা এনজিও কর্মকর্তা রিতা বিশ্বাসের সঙ্গে ওই বাসায় ভাড়া থাকত। পরাগ রায় বসুরহাট সরকারি মুজিব কলেজের বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরাগ দীর্ঘদিন ধরে মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। পরিবার থেকে বিভিন্ন জায়গায় চিকিৎসাও করান। মঙ্গলবার রাতের কোনো এক সময় সে তার রুমের বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
জানা যায়, পরিবারের লোকজন ঘরের দরজা বন্ধ দেখে খোঁজাখুঁজির একপর্যায়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।