Logo
Logo
×

সারাদেশ

এক ঘণ্টার পুলিশ সুপার ইশরাত

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৭ পিএম

এক ঘণ্টার পুলিশ সুপার ইশরাত

খাগড়াছড়িতে প্রতীকী পুলিশ সুপার হলেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নূর ইশরাত জাহান। এক ঘণ্টার জন্য দায়িত্ব নিয়েই খাগড়াছড়ি জেলাকে নারীবান্ধব করার পাশাপাশি নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি।

বুধবার দুপুরে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলের কাছ থেকে ব্যতিক্রমী এক আয়োজনে প্রতীকীভাবে পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ করেন নূর ইশরাত জাহান।

এ সময় এক ঘণ্টার প্রতীকী এসপিকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

অক্টোবর মাসে কন্যাশিশু দিবসের মাস উপলক্ষে প্ল্যান ইন্টারন্যাশনালের গার্লস টেকওভার কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় নারী নেতৃত্ব উদ্বুদ্ধকরণ কর্মসূচির আওতায় এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়।

এক ঘণ্টার পুলিশ সুপার নূর ইসরাত তার স্বপ্নের কথা তুলে ধরে কন্যাশিশুদের সমান সুযোগ এবং সমানাধিকার দেওয়ার আহবান জানান। নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধসহ করণীয় বিষয় তুলে ধরেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, খাগড়াছড়ি জেলায় প্রতি মাসে গড়ে ৩-৫টি করে ধর্ষণের মামলা করা হচ্ছে। নারী নির্যাতনের মামলা হচ্ছে। আর যেন কোনো নারীকে গন্তব্যে পৌঁছার জন্য প্রতিবন্ধকতা ও কঠিন বাস্তবতার সঙ্গে মুখোমুখি হতে না হয় সেজন্য করণীয় তুলে ধরেন এক ঘণ্টার প্রতীকী পুলিশ।

এনসিটিএফের জেলা সাবেক সভাপতি শচীন দাশ ও সহ-সভাপতি জান্নাতুল মাওয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল। তিনি বলেন, যে বিষয়গুলো প্রতীকী পুলিশ সুপার তুলে ধরেছেন তা খুবই প্রাসঙ্গিক এবং যৌক্তিক। নারীরা ধর্ষণ, ইভটিজিং এবং বাল্যবিয়েসহ নারীর প্রতি সহিংসতা রোধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম, খাগড়াছড়ি শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা, জেলা ভলান্টিয়ার খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকসহ জেলা এনসিটিএফ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতিসংঘ ২০১২ সাল থেকে দিবসটি গুরুত্বসহকারে উদযাপন করে আসছে। কন্যাশিশুরা সমান সুযোগ এবং সমানাধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন, তাদের আশপাশের সমাজ। মূলত এ বিশ্বাস থেকেই গার্লস টেকওভার কর্মসূচি আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম