Logo
Logo
×

সারাদেশ

পাওনা টাকা না দিয়ে হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম

পাওনা টাকা না দিয়ে হত্যার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

পাওনা টাকা পরিশোধ না করে উল্টো পাওনাদারকে হত্যার হুমকিসহ নানাভাবে হয়রানি করা হচ্ছে। বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তাগাছার ভুক্তভোগী ব্যবসায়ী মোজাম্মেল হক হুমকি প্রদানকারী কাজী আব্দুল হাসিম গংদের গ্রেফতার ও বিচার দাবি করেছেন।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, তার বাবার বন্ধু মুক্তাগাছা উপজেলার পশ্চিম চণ্ডিমণ্ডপ গ্রামের কাজী আবুল হাসিম তার কাছ থেকে প্রথমে ১০ লাখ টাকা এবং পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান হোসেন আলীর মধ্যস্থতায় আরও আট লাখ টাকা ধার নেন। পরবর্তীতে তিনি মাকে নিয়ে ওমরাহ হজ করতে গেলে আব্দুল হাসিমও সস্ত্রীক ওমরাহ করতে যান। সৌদিতে কেনাকাটা করতে আরও পাঁচ লাখ ৫৬ হাজার টাকা ধার নেন।

পরবর্তীতে পাওনা টাকা চাইতে গেলে নানা টালবাহানা করেন। একপর্যায়ে দশ লাখ টাকার একটি চেক প্রদান করেন। বাকি টাকা দিতে অস্বীকার করায় ইউনিয়ন পরিষদে গ্রাম্য সালিশের মাধ্যমে ১৩ লাখ ৫৬ হাজার টাকা দেওয়ার কথা সালিশনামায় উল্লেখ করেন।

পরবর্তীতে ১০ লাখ চাকার চেক ডিজওনার ও গ্রাম্য সালিশনামা মূলে দুটি পৃথক মামলা দায়ের করেন তিনি। মামলা দুটি বিচারাধীন থাকাবস্থায় তাকে হত্যার হুমকিসহ পরিবারের সদস্যদের ক্ষতিসাধন করার হুমকি এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিসাধনের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন কাজী আব্দুল হাসিম। এমনকি সেনাবাহিনী, র‌্যাব, ডিবি, পুলিশ ও কাস্টমস অফিসসহ বিভিন্ন জায়গায় মিথ্যা অভিযোগ করে হয়রানি করছেন।

এ ব্যাপারে হুমকিদাতা কাজী আব্দুল হাসিম গংকে অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম