Logo
Logo
×

সারাদেশ

বন্যার্তদের পাশে মুক্তাগাছার একঝাঁক স্বেচ্ছাসেবক তরুণ

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ০৪:৪৪ এএম

বন্যার্তদের পাশে মুক্তাগাছার একঝাঁক স্বেচ্ছাসেবক তরুণ

বন্যার্তদের সহয়তায় কাজ করছে সংগঠনটি

দেশের যে কোনো দুর্যোগপূর্ণ অবস্থায় সব সময় দুর্গতদের পাশে থাকার চেষ্টা করে মুক্তাগাছার সর্বস্তরের জনগণ ও স্বজন সমাবেশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ বন্যায় প্লাবিত কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার কয়েকটি উপজেলায় আলাদা করে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার পর এবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে মুক্তাগাছাবাসী ও স্বজনরা।

সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে মুক্তাগাছা স্বজন ও এলাকাবাসীর সহযোগিতায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার বন্যা কবলিত তিন শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সামাজিক সংগঠন সমাজ কল্যাণ সংসদের একঝাঁক স্বেচ্ছাসেবক তরুণ যুবক।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা সংগ্রহ করেন মুক্তাগাছার স্বজনরা ও স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ কল্যাণ সংসদের স্বেচ্ছাসেবকরা। পরে সমাজকল্যাণ সংসদের স্বেচ্ছাসেবীরা একটি ত্রাণভর্তি পিকাপ বন্যার্তদের জন্য উপহারসামগ্রী বিতরণের লক্ষ্যে সোমবার হালুয়াঘাটের উদ্দেশে রওয়ানা হয়। ত্রাণের পিকাপে ছিল বন্যার্তদের জন্য শুকনো খাবার, বিশুদ্ধ পানি। এছাড়া ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, ঔষধ, শিশুখাদ্য, তরল দুধ, বিস্কুট, চিড়া, মুড়ি, গুড়, মোমবাতি ও পানিসহ নানা জরুরি খাদ্যপণ্য। বন্যাদুর্গত এলাকার নৌকাভর্তি ত্রাণসামগ্রী মসজিদ, মাদ্রাসা, আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন স্থানে আটকে পড়া তিন শতাধিক পরিবারের কাছে এসব ত্রাণসামগ্রী পৌঁছে দেন স্বজন ও স্বেচ্ছাসেবীরা।

এসব সহায়তায় শুরু থেকে নেতৃত্ব দিয়েছেন স্বেচ্ছাসেবক সমাজকল্যাণ সংসদের সভাপতি আমিরুল ইসলাম আরিয়ান, সুমন বাবুসহ অসংখ্য তরুণ সেচ্ছাসেবী।

এ প্রসঙ্গে সমাজকল্যাণ সংসদের সভাপতি আমিরুল ইসলাম আরিয়ান জানান, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা এ মুহূর্তে খুবই জরুরি এবং এটা আমাদের দায়িত্ব। আমরা সম্মিলিতভাবে এ মানবিক কাজগুলো করেছি এবং সবাইকে আহ্বান জানাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব এগিয়ে আসুন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম