Logo
Logo
×

সারাদেশ

ভাঙ্গায় অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যু

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পিএম

ভাঙ্গায় অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গায় অতিরিক্ত মদপানে উজ্জ্বল দাস (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উজ্জ্বল দাসের বাড়ি ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের সমীর দাসের পুত্র। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার রাতে প্রতিমা বিসর্জন দিয়ে উজ্জ্বল বন্ধুদের নিয়ে মদপান করে লাফালাফি শুরু করে। পরিবারের লোকজন তাকে ধরে বাসায় নিয়ে যায়। সোমবার বিকাল থেকে উজ্জ্বল ক্রমেই অসুস্থবোধ করলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩টার দিকে উজ্জ্বল মারা যায়।

এ ব্যাপারে ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোহাম্মাদ মোকছেদুর রহমান জানান, অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম