Logo
Logo
×

সারাদেশ

একজন পাশেই প্রতিষ্ঠানটি শতভাগ পাশের তালিকায়

Icon

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৪৩ পিএম

একজন পাশেই প্রতিষ্ঠানটি শতভাগ পাশের তালিকায়

নেত্রকোনার কেন্দুয়ায় এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এইচএসসি পরীক্ষায় একমাত্র শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে। এতে ওই প্রতিষ্ঠানটি শতভাগ পাশের তালিকায় রয়েছে। নিয়মানুযায়ী কাম্য শিক্ষার্থী না থাকলেও এক পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটি শতভাগের কোটায় জায়গা করে নিয়েছে। 

জানা গেছে, উপজেলার গড়াডোবা আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর নিয়মিত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি। ওই প্রতিষ্ঠান থেকে নেছার আহমেদ ২০২৩ সালে সান্দিকোনা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। এ বছর তিনি ওই প্রতিষ্ঠান থেকে অনিয়মিত একমাত্র শিক্ষার্থী হিসেবে অংশ নিয়ে উত্তীর্ণ হওয়ায় প্রতিষ্ঠানটি শূন্যের ফলাফল থেকে বেঁচে গেল।

২০১৮ সাল থেকে আব্দুল হামিদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছে। ২০২৩ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৪ জন উত্তীর্ণ হয়েছিল।

ঘটনাপ্রবাহ: এইচএসসির ফল ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম