Logo
Logo
×

সারাদেশ

হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

Icon

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৩:১৫ পিএম

হিলি বন্দরে আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৬ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (১৫ আক্টোবর) দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে একটি কাঁচা মরিচ বোঝাই ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গেল ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। আজ থেকে আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজসহ বেশকিছু পণ্য আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে। 

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারতের পারাপার স্বাভাবিক ছিল। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশনের সকল কার্যক্রম চালু থাকে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম