Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০২:০৭ পিএম

কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

উচ্চ মাধ্যমিকের ফলাফলে এ বছর  কুমিল্লা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ।  যা গত ৪ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর পাসের হার ছিল ৭৫ দশমিক ৩৯। তবে বেড়েছে জিপিএ-৫। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৯২২ জন। গত বছর জিপিএ-৫ ছিল ৫ হাজার ৬৫৫ জন। এ বছর ১ লাখ ১২ হাজার ৩১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৯ হাজার ৯০৫ জন উত্তীর্ণ হয়েছে।  

মঙ্গলবার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বোর্ড মিলনায়তনে ফল ঘোষণা করেন। 

চেয়ারম্যান  জানান, এ বছর কুমিল্লা বোর্ডের অধীন ৬ জেলায় শতভাগ পাস করেছে ১০ টি প্রতিষ্ঠান। শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠান ৪টি। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। মেয়েদের মধ্যে ৪ হাজার ৯৫৪ জন জিপিএ-৫ অর্জন করেছে। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৬৮ জন।  মেয়েদের পাশের হার ৭৩ দশমিক ৭০ শতাংশ এবং ছেলেদের ৬৭ দশমিক ৭৪ শতাংশ।

ফলাফলে পাসের হার কম হওয়া প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান বলেন, এ বছর  ইংরেজি ও আইসিটিসহ বিভিন্ন  বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছ। এর মধ্যে ইংরেজিতে ফেল করেছে ২১ হাজার ৫৩৮ এবং আইসিটিতে ফেল ১২ হাজার ৮১০ জন।  তাই পাসের  হার কমে গেছে। 

তিনি আরও বলেন, এ দুটি বিষয়ে বেশী পরীক্ষার্থী ফেল করা এবং শুণ্য পাস করা প্রতিষ্ঠান প্রধানদের নিকট থেকে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হবে।  

সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর  ড. মো. আসাদুজ্জামান, সচিব প্রফেসর নুর মোহাম্মদ এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ হাবীবুর রহমান ও মোহাম্মদ শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঘটনাপ্রবাহ: এইচএসসির ফল ২০২৪


আরও পড়ুন

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম