ছবি: সংগৃহীত
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এই বোর্ডে এবার পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২৯৫ শিক্ষার্থী।
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ জানান, দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১২ হাজার ১১৫ শিক্ষার্থী। এদের মধ্যে পাশ করেছে ৮৬ হাজার ৯৫৪ জন। পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ।
এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা। মেয়েদের পাসের হার ৮১ দশমিক ০১ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৯৭ শতাংশ। পাশাপাশি মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ১১০ জন এবং ছেলে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১৮৫ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলা থেকে মোট ৬৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করা কলেজের সংখ্যা ১৫টি এবং ২০টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।