Logo
Logo
×

সারাদেশ

মায়ের কথায় পুকুরে গিয়ে দুই বোনের মৃত্যু

Icon

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৭ পিএম

মায়ের কথায় পুকুরে গিয়ে দুই বোনের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে মায়ের কথায় পুকুরে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টায় দিকে উপজেলার মৌকরা ইউপির পরকরা পশ্চিমপাড়া হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। 

মৃতরা হলো- পরকরা গ্রামের মিজানুর রহমানের মেয়ে নাবিলা (৮) ও প্রবাসী মাঈন উদ্দিনের মেয়ে মুনতাহা (৬)। তারা সম্পর্কে আপন চাচাতো বোন।

নাবিলার বাবা মিজান বলেন, সোমবার সকালে ১০টার দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করে দুই বোন হাতেপায়ে ময়লা নিয়ে বাড়িতে গেলে মুনতাহার মা তাদের দুজনকে পুকুরে পাঠায় পরিষ্কার হয়ে আসতে। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়। দুপুর ১২টার দিকে বাড়ির পাশে পুকুরে জাল ফেললে নাবিলার মরদেহ ভেসে আসে। এরপর উঠে আসে মুনতাহার মরদেহ।

শিশু দুটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী ফার্মেসিতে নিলে স্থানীয় ডাক্তার তাদের মৃত ঘোষণা করে করেন। দুই বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক বলেন, বিষয়টি আমাকে কেউ অবগত করেননি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম