সিংড়ায় বিএনপির এক নেতা বহিষ্কার, দুইজনকে শোকজ
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পিএম
নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রমাণ পাওয়ায় তাকে (আব্দুল লতিফ) বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।
এছাড়া একই অপরাধে উপজেলার আরও দুই ইউনিয়ন বিএনপি নেতাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেন- চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী মণ্ডল, শেরকোল ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আকরাম হোসেন।
সোমবার সন্ধ্যায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাদত হোসেন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়। চিঠিতে ২৪ ঘণ্টার মধ্যে উপজেলার বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এবং যুগ্ম আহবায়কদের উপস্থিতিতে উপজেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।