রংপুরে গাছের পাতা কুড়ানোর বিরোধে গৃহবধূ খুন
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১০:০৪ পিএম
রংপুরের পীরগঞ্জ উপজেলায় গাছের পাতা কুড়ানোকে কেন্দ্রে করে প্রতিবেশীর হাতে এক গৃহবধূ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে।
এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার উপজেলার চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া গ্রামের সাহাবুল মিয়ার স্ত্রী বুলবুলি বেগম (৪০) ও প্রতিবেশী খুশি মিয়ার স্ত্রী মমতা বেগম (৪৫) বাড়ির পাশে শুকনা পাতার কুড়াতে যান। একপর্যায়ে দুজনের মধ্যে পাতা কুড়ানোর ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডা শুরু হয়। এ সময় মমতা বেগম আঘাত করলে গাছের সঙ্গে ধাক্কা লেগে বুলবুলি বেগমের মাথা ফেটে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বুলবুলি বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রোববার গভীর রাতে সেখানে চিকিৎসারত অবস্থায় বুলবুলি বেগম মারা যান।
এ ঘটনায় বুলবুলি বেগমের মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে মমতা বেগম, তার স্বামী খুশি মিয়া এবং প্রতিবেশী পারভীন বেগমকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ফারুক জানান, বুলবুলি বেগমের মেয়ের দায়েরকৃত হত্যা মামলায় অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় এ নিয়ে কোনো উত্তেজনা নেই। পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।