Logo
Logo
×

সারাদেশ

পূবাইলে পুলিশের গাড়িতে বিস্ফোরক উঠিয়ে পালায় আসামিরা

Icon

পূবাইল (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৭:০১ পিএম

পূবাইলে পুলিশের গাড়িতে বিস্ফোরক উঠিয়ে পালায় আসামিরা

বিস্ফোরক

গাজীপুর মহানগরীর পূবাইল উচ্চ বিদ্যালয়ের পাশে নয়ানীপাড়া এলাকায় তৃতীয় বারের মত বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। সোমবার এগুলো উদ্ধার করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান- মাদক, নকল পণ্য ও আতশবাজির পাইকারি কারবার করে অল্প কয়েক দিনের মধ্যে বিত্তবৈভবের মালিক হয়ে গেছে একটি সিন্ডিকেট। তাদের সঙ্গে থানা পুলিশের যোগসাজশ রয়েছে। 

খোঁজ নিযে জানা যায়, মাদক ও বিস্ফোরকসহ বারবার ধরা পড়েও আদালত থেকে ছাড়া পেয়ে একই ব্যবসায় লিপ্ত হয়ে কোটি কোটি টাকা ও আলিসান বাড়ির মালিক হয়ে গেছেন ভাই ভাই গ্রুপের চার ভাই। ভাই ভাই চক্রের মধ্যে অন্যতম ওই এলাকার শেখ আবদুর রশীদের ছেলে শেখ পাভেল, বিপুল, আলামিন, হুমায়ুন ও কর্মচারী দিপক। 

রোববার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একই এলাকার প্রধান কারবারি শেখ পাভেলের ভাড়া করা গোডাউন থেকে প্রায় ৩ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার আতশবাজি ও বিস্ফোরক উদ্ধার করে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। ওই ভাই ভাই চক্রের নামে এর আগেও কয়েকটি মাদক ও বিস্ফোরক মামলা রয়েছে। 

এ বিষয়ে পাভেলের ভাষ্য, পূবাইল থানা পুলিশকে মাসিক টাকা দিয়ে এ ব্যবসা করে আসছি। 

থানার ওসি শেখ আমিরুল ইসলাম বলেন, আমি নতুন এসেছি। আর এসেই বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক উদ্ধার করেছি। ভাই ভাই চক্রের কাউকে আটক করতে পারি নি। যদিও আসামিরা নিজেই এলাকার গণ্যমান্য ব্যক্তির সামনে গোডাউনের তালা খুলে দিয়ে জব্দ করা বিস্ফোরক পুলিশের গাড়িতে উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। 

জিএমপির ডিসি (দক্ষিণ) মোহাম্মদ আলমগীর হোসেন যুগান্তরকে জানান, বিষয়টি জেনেছি বিস্ফোরক আইনে মামলা হবে এবং জড়িতদের গ্রেফতার করে আইনের কাছে সোপর্দ করা হবে। আর তাদের চলমান দুই নম্বরি ব্যবসা যাতে না করতে পারে তার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম