Logo
Logo
×

সারাদেশ

জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি

শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

Icon

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম

শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি প্রকাশ করায় অভিনেত্রী শমি কায়সারের নামে মাগুরায় ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

মাগুরার সদর আমলি আদালতে করা এ মামলার বাদী শহরের দরিমাগুরা সরদার পাড়ার গাজী ইমামের ছেলে রেজোয়ান কবির। 

বাদী নিজেকে জাতীয়তাবাদী দলের আদর্শে অনুপ্রাণিত একজন নাগরিক এবং আসামি শমি কায়সারকে জাতীয়তাবাদে অবিশ্বাসী, ভয়ঙ্কর ব্যক্তি, চরিত্রহরণকারী, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারী হিসেবে উল্লেখ করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, জিয়াউর রহমানের খ্যাতি এবং সুনাম নষ্টের উদ্দেশ্যে শমি কায়সার বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে কল্পনা প্রসূত বক্তব্য দিয়ে মানহানির ঘটনা ঘটিয়েছেন। যার প্রেক্ষিতে বাদী এবং তার স্বাক্ষীরা মর্মাহত হয়ে আদালতে এই মামলা করেছেন।

বাদীপক্ষের আইনজীবী কাজী মিনহাজ বলেন, জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করায় অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। সদর আমলি আদালতের বিচারক হুমায়ুন কবিরের আদালতে এ মামলা করা হয়।

তিনি আরও জানান, অভিনেত্রী শমী কায়সার শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘জাতীয় বেইমান’ বলে মন্তব্য করেন। এতে সংক্ষুব্ধ হয়ে মামলার বাদী আদালতে আবেদন করেন। যার প্রেক্ষিতে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দেন।

মাগুরা সদর আমলি আদালতে মানহানির এ মামলা করার পর ওই আদালতের বিজ্ঞ বিচারক হুমায়ুন কবির তা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম