Logo
Logo
×

সারাদেশ

ট্রেন চলে যাওয়ার পর মিলল বৃদ্ধার ছিন্নভিন্ন মরদেহ

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫৬ পিএম

ট্রেন চলে যাওয়ার পর মিলল বৃদ্ধার ছিন্নভিন্ন মরদেহ

রংপুরের পীরগাছা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ট্রেন চলে যাওয়ার পর বৃদ্ধার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়।

রোববার সকাল ৭টার দিকে লালমনিরহাট-সান্তাহার রেল সেকশনের পীরগাছার চৌধুরানী-কান্দি সড়কসংলগ্ন ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। ট্রেনটি চলে যাওয়ার পর সকাল ৭টার দিকে চৌধুরানী-কান্দি রেলক্রসিং অতিক্রম করলে এক বৃদ্ধার ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা যায়নি।

পীরগাছা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার জেনারুল ইসলাম বলেন, লালমনি এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা নাগাদ ওই ক্রসিং পার হচ্ছিল। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ছিন্নভিন্ন হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম