ফেনীর সাবেক এমপি হাজী রহিম কারাগারে
সোনাগাজী (ফেনী) দক্ষিণ প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনের সাবেক সংসদ-সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী রহিম উল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে ফেনী মডেল থানা পুলিশ। রোববার দুপুরে ফেনী সদর আমলি আদালত-১ এ তাকে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সোমবার (আজ) মামলা ও রিমাণ্ডের শুনানি হওয়ার কথা রয়েছে।
আসামিপক্ষের আইনজীবী ফেনী জজ কোর্টের অ্যাডভোকেট ইউছুপ আলমগীর জানান, টমটম চালক জাফর হত্যা মামলায় হাজী রহিম উল্লাহকে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ তার ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে। সোমবার (আজ) আদালতে মামলা ও রিমান্ডে শুনানি হবে।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টমটম চালক জাফর হত্যা মামলায় রহিম উল্লাহকে শনিবার ঢাকার ধানমন্ডি এলাকার ভাড়া বাসা থেকে গ্রেফতার করেন র্যাব-২ এর সদস্যরা।