Logo
Logo
×

সারাদেশ

পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ১৬

Icon

যুগান্তর প্রতিবেদন (ঢাকা উত্তর)

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১০:৪০ পিএম

পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অভিযোগে গ্রেফতার ১৬

সাভারের আশুলিয়ায় পোশাক শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন যৌথবাহিনীর সদস্যরা। তবে গ্রেফতার ব্যক্তিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গ্রেফতার ব্যক্তিরা বেশ কিছুদিন ধরে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় বিশৃঙ্খলা করাসহ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির সঙ্গে জড়িত। যৌথবাহিনীর অভিযানে তাদেরকে গ্রেফতারের পর রোববার আদালতে পাঠানো হয়েছে।

তিনি বলেন, কিছু দুর্বৃত্ত শিল্প খাতকে অস্থিতিশীল করতে কারখানা ভাঙচুর ও শ্রমিকদের মারধরসহ নানা বিশৃঙ্খলা করে আসছিল। এসব অপরাধীদের আইনের আওতায় আনতে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম