Logo
Logo
×

সারাদেশ

কাপাসিয়ায় পিকআপচালকের সহকারীকে গলা কেটে হত্যা

Icon

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১০:৩৪ পিএম

কাপাসিয়ায় পিকআপচালকের সহকারীকে গলা কেটে হত্যা

কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ এলাকায় শনিবার রাতে পিকআপ থেকে মুরগি কিনার টাকা ডাকাতি করে নেওয়ার সময় হেলপারকে জাকিরুল ইসলাম (২০) গলা কেটে হত্যা করা হয়েছে।

সে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মমরেজপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। এ সময় পিকআপচালক হৃদয় (২৭) গুরুতর আহত হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার মাদখোলা গ্রামের ছিদ্দিকের ছেলে। 

আহত পিকআপচালক হৃদয় জানান, শনিবার রাতে একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১১-৪৫৬১) চালিয়ে জাকিরুলকে সঙ্গে নিয়ে গাজীপুর সদর থেকে কাপাসিয়ার কড়িহাতা ইউনিয়নের রামপুর এলাকার একটি ব্রয়লার মুরগির খামারে মুরগি আনতে যাচ্ছিল।

রাত ১টা ২০ মিনিটের সময় কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ হতে আড়ালগামী পাকা রাস্তায় পৌঁছালে ডাকাতরা পিকআপের সামনের গ্লাসে ঢিল মারে। তখন হৃদয় গাড়ির গতি কমিয়ে দিয়ে কি হয়েছে বুঝার চেষ্টা করে। পিকআপের গতি কমার সঙ্গে সঙ্গে ডাকাতরা পিকআপ ঘিরে ফেলে এবং তাকে পিকআপ থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তাকে মুরগি কেনার টাকা দিতে বলে। সে সহকারীর কাছে টাকা রয়েছে বলে জানায়।

এ সময় পিকআপের ভেতরে থাকা সহকারী জাকিরুল টাকা বের করে দিতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে তার গলায় কোপ দিলে তার শ্বাসনালি কেটে যায়। পরে তারা তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তারা পিকআপ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়। 

পরে মুমূর্ষু অবস্থায় জাকিরুলকে নিয়ে প্রায় ১৫ কিলোমিটার পিকআপ চালিয়ে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে চায়ের দোকানদার সাইফুলকে বিষয়টি জানায়। ঘটনা জানার পর সাইফুল সঙ্গে সঙ্গে কাপাসিয়া থানা পুলিশকে বিষয়টি জানালে রাত আড়াইটার দিকে কাপাসিয়া থানা পুলিশ আহত চালক ও সহকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক এ সময় জাকিরুলকে মৃত ঘোষণা করেন এবং চালককে প্রাথমিক চিকিৎসা দেন।

কাপাসিয়া থানার ওসি কামাল হোসেন যুগান্তরকে জানান, সন্দেহভাজন হিসাবে চালক হৃদয়কে আটক করেছেন। চালক একেক সময় একেক রকম বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। ইতোমধ্যে চালকের কাছ থেকে ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে নিহতের পিতা আব্দুল খালেক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম