Logo
Logo
×

সারাদেশ

দুই মাসের শিশু ঋত্বিকার জীবন বাঁচাতে বাবা-মায়ের আকুতি

Icon

রংপুর ব্যুরো

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১০:২৯ পিএম

দুই মাসের শিশু ঋত্বিকার জীবন বাঁচাতে বাবা-মায়ের আকুতি

দুই মাসের ফুটফুটে শিশু ঋত্বিকা রায়। বাড়ি রংপুর নগরীর মডার্ন মিলনপাড়া এলাকায়। ওই এলাকার নবকৃষ্ণ বাবু ও সম্পা রায় দম্পতির সন্তান।

দুই মাস বয়সেই শিশু ঋত্বিকা রায় নানা রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। বর্তমানে হার্টের দুটি ভাল্ব জোড়া লাগানো, হার্টের পর্দায় এক পাশে অসংখ্য ছোট ছোট ছিদ্র ও ফুসফুসে রক্তক্ষরণ হচ্ছে। ইতোমধ্যেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মা ও শিশু হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা গ্রহণ করে।

সর্বশেষ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ডা. নাজমুন নাহার আরার নিকট চিকিৎসা গ্রহণ করলে তিনি আরও উন্নত চিকিৎসার কথা বলেন।

এজন্য প্রয়োজন ১৫ লাখ টাকার। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিশুটির দরিদ্র মা ও বাবাসহ পরিবার। কারণ ইতোমধ্যেই চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তারা। সবার কাছে শিশু ঋত্বিকার জীবন বাঁচাতে বাবা-মা আকুতি জানিয়েছেন।

শিশু ঋত্বিকা রায়ের বাবা নবকৃষ্ণ রায় বাবু রংপুর নগরীর মডার্ন মোড়ে ক্ষুদ্র ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। তার শিশুসন্তান ঋত্বিকা রায়কে বাঁচাতে সমাজের হƒদয়বান, দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার জন্য আকুল আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানাÑসাহায্য ও যোগাযোগের ঠিকানাÑশ্রী নবকৃষ্ণ রায় বাবু (ঋত্বিকার বাবা) ০১৭৮৯৯৮৭৩৩৬  (বিকাশ ও নগদ পারসোনাল)। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম