Logo
Logo
×

সারাদেশ

পুলিশকে আর সহযোগিতা করবেন না জসিম

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০৯:০৮ পিএম

পুলিশকে আর সহযোগিতা করবেন না জসিম

বয়স যখন ২৫ ছিল, সেই ২০০১ সাল থেকে মো. জসিম থানা পুলিশকে মরদেহ উদ্ধার, উত্তোলন ও পরিবহণের মতো সাহসী আর কঠিন একটি কাজে সহযোগিতা করতে নিজেকে জড়ান। প্রায় ২৫ বছর পুলিশকে লাশ উদ্ধার ও উত্তোলনের কাজ করেন।

তবে দুর্ভাগ্যের বিষয় শনিবার স্ট্রোক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে জসিম মৃত্যুবরণ করেন।

তিনি ওই এলাকার মৃত আফজল আহম্মদের পুত্র। তার পৈতৃক বাড়ি উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নে হলেও দীর্ঘদিন ধরে স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিকে নিয়ে আদর্শ গ্রামে বসবাস করত। চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার পশ্চিমে আদর্শ গ্রামে দক্ষিণ পাহাড়ে পরিবার-পরিজন নিয়ে খুব ভালোভাবেই বসবাস করে আসছিলেন জসিম।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জসিমের বড় জামাতা মো. ইউছুপ। তিনি জানান, সকাল থেকে আমার শ্বশুর জসিম অসুস্থতা অনুভব করতে শুরু করেন। এরই মধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরের দিকে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করান তার স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম জানান, থানায় যোগদানের পর থেকে দেখে আসছি জসিম পুলিশকে মরদেহ উদ্ধার, উত্তোলন ও পরিবহণের মতো সাহসী আর কঠিন একটি কাজে সহযোগিতা করে আসছিলেন। যেখানে মানুষ সড়ক দিয়ে হাঁটাচলার সময় ডাস্টবিনে দুর্গন্ধে নাকে রুমাল ছাপা দেয়। সেখানে জসিম কখনো পচা-গলিত, মরদেহ উদ্ধার, উত্তোলন ও পরিবহণে সহযোগিতা করেছেন।

রোববার জোহরের নামাজের পর তার জানাজা হাটহাজারী পৌরসভার পশ্চিমে আদর্শ গ্রাম জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে আদর্শ গ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম